স্বাধীনতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।
২৪ মার্চ শনিবার বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনীতে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর তাদের পারফরম্যান্স উপাস্থাপন করে। বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় এবং দিপীকা দেবের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, কবি রফিকুল হক, সামিউল হক মোলা, শেখ দুলাল, মোস্তফা সতেজ, মুহাম্মদ নুরুল হুদা, আশরাফুল মান্নান, স. ম. শামসুল আলম, সুমন ইসলাম, সুলতান আকন, সাজ্জাদ হুসাইন, বিমল কর।
অনুষ্ঠানে আবৃতি পরিবেশন করেন প্রিয়াশ্রী কর পিউ, পুনম কর পূজা, সুস্মিতা চক্রবর্তী, প্রান্ত দাস, তাহিয়া ইয়াসমিন মীম, দিপায়ন রায়। সঙ্গীত পরিবেশনে ছিলেন দেবাশীষ বন্দোপাধ্যায়।
এছাড়াও অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী ও সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী।