সিলেট জেলা পর্যায়ে ‘৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ’ ও ‘শিশু চিত্রাংকন’ প্রতিযোগিতা সম্পন্ন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ‘মেমোরি অফ দা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত হওয়ায় এবং ১৭ মার্চ তাঁর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৮ উপলক্ষে আজ (২৪ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ’ ও ‘শিশু চিত্রাংকন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাবেক সভাপতি নাজনীন হোসেন ও বাংলাদেশ শিশু একাডেমি, সিলেট শাখার জেলা সংগঠক সাইদুর রহমান ভূঞা। জেলা পর্যায়ের বিজয়ী প্রতিযোগীরা পরবর্তীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *