ঢাকায় ইউএস-বাংলা বিমান উড্ডয়নের ২৫ মিনিট পর জরুরি অবতরণ

নিউজ ডেস্ক:: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিমান জরুরি অবতরণ করেছে। উড্ডয়নের ২৫ মিনিট পর ফুয়েল ফিল্টারে সমস্যার কারণে শনিবার (২৪ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে বোয়িং ৭৩৭ বিমানটি অবতরণ করে। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, ১৬৪ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাচ্ছিল ফ্লাইটটি। কিন্তু ফুয়েল ফিল্টারে সমস্যা২৫ মিনিট পর বিমানটি জরুরি অবতরণ করে। শাহজালালে জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।

এ ব্যাপারে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটি ফিরে আসার পর পুনরায় চেক করা হয়। তবে কোনও ত্রুটি খুজে পাওয়া যায়নি। ফ্লাইটি টাওয়ারের ক্লিয়ারেন্স পেলে কিছু সময়ের মধ্যে আবার যাত্রা করবে।’

উল্লেখ্য, গত ১২ মার্চ ইউএস-বাংলার একটি বিমানটি নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৫১ জন নিহত হন। যার মধ্যে ২৬ বাংলাদেশি, অপর নিহতদের মধ্যে ২৩ জন নেপালি এবং মালদ্বীপ ও চীনের একজন করে নাগরিক ছিলেন। আহত ২২ জনের মধ্যে বাংলাদেশি ৯ জন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *