নিউজ ডেক্স::হবিগঞ্জ শহর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের মাহমুদাবাদ এলাকার পুরাতন খোয়াই নদীর একটি নালায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে স্থানীয় কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম বিষয়টি সদর থানা পুলিশকে আবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
স্থানীয়রা জানান, শহরের মাহমুদাবাদ এলাকার পুরাতন খোয়াই নদীর একটি নালায় কে বা কারা এই নবজাতকের লাশটি ফেলে রেখে চলে যায়। পরে লাশটি ঘিরে কুকুর ও শেয়ালের উপদ্রুব দেখা দেয়। এক পর্যায়ে বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে অবগত করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, পুরাতন খোয়াই নদীর একটি অংশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি কারো পাপের ফসল।