সিলেটে আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের সাফল্য উদযাপন করলেন সিলেটবাসী। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল র‌্যালি বের হয়।

জেলা প্রশাসকের অফিসের সামনে থেকে র‌্যালিটি শরু হয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রিয় শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। র‌্যালিটি রাজপথে নামার সাথে সাথে সাধারণ জনগন ও পথচারিরা হাত নেড়ে অভিনন্দন জানান ও একাত্মতা প্রকাশ করেন।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমুন আরা খানুমের নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিতে সিলেটের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ প্রায় সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও দফতরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ অংশগ্রহন করেন।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।

র‌্যালিতে আরও যোগ দেয়, শিশু একাডেমি, আবহাওয়া অধিদফতর, বিআরটিএ, বিটিসিএল, গণপূর্ত অধিদফতর, জেলা মৎস্য অধিদফতর, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, কর অঞ্চল সিলেট, ইসলামিক ফাউন্ডেশন সিলেট, পরিবার পরিকল্পনা অধিদফতর, পল্লীবিদ্যুৎ সমিতি সিলেট, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, নর্থইস্ট মেডিকেল কলেজ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর, সমাজসেবা কার্যালয়, সিলেট এইডেড স্কুল, সিলেট সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার ড. নাজমুন আরা খানুম, জেলা প্রশাসক নুমেরী জামান, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার গোলাম কিবরিয়া, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *