নিজস্ব প্রতিনিধি -কয়েস আহমদ মাহদী :: বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্নমধ্য আয়ের দেশে উত্তরণে দেশব্যাপী বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে আজ সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বের হয় বিশাল শোভাযাত্রা । উক্ত শোভাযাত্রা উপজেলার গুরুত্ব পূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হয় ।
উক্ত আলোচনা সভায় দেশের উন্নয়নের বিভিন্ন দিক আলোচনা করে জনাব তৌহিদ বিন হাসান বলেন দেশ যে ভাবে এগিয়ে চলেছে আমাদেরও উন্নত মন মননে চলতে হবে । তিনি আরও বলেন নবীগঞ্জ উপজেলার অধিকাংশ লোক প্রবাসী এটিও আমাদের জন্য সুখবর ।
তাই সকলের সহযোগিতা থাকলে আমরা এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে দেখতে পাবো ইনশাল্লাহ ।
কমেন্ট