শাহজালালে ২৪টি স্বর্ণের বারসহ আটক ২

নিউজ ডেক্স:: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে কাস্টমস হাউজ। আটকৃতরা গওরজান্ট সিং ও অনীল কুমার। তারা দুইজনই ভারতীয় নাগরিক। আজ বুধবার সকালে দুবাই-ঢাকা ইকে ৫৮৬ বিমানে তারা ঢাকায় আসেন।

এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রীরা স্বর্ণ থাকার কথা অস্বীকার করেন। পরে যাত্রীর ব্যাগ স্ক্যান করে ও শরীর তল্লাশি করে ২৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।

তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *