নিউজ ডেক্স:: বাহুবলে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (২১ মার্চ) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের দৌলতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক উপজেলার শংকরপুর গ্রামের তুলা মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৮) ও তার চাচাত ভাই বেলাল মিয়ার ছেলে নুর আলী (৪০)।
স্থানীয়রা জানান, শায়েস্তাগঞ্জ থেকে গ্যাস নেওয়ার জন্য অটোরিকশা নিয়ে বাড়ি থেকে রওনা দেন ফরহাদ ও নুর আলী। পথে দৌলতপুর দয়াল ব্রিকসের কাছে অটোরিকশাটিকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাসটি আটক করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনার পর জনতা মহাসড়ক অবরোধ করলে খবর পেয়ে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে।