নিউজ ডেস্ক:: ফেনীতে ট্রেন-কাভার্ডভ্যান সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো তিনজন। আজ বুধবার ভোর রাত ৪ টার দিকে ফেনীর বারাহিপুর রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল আলীম জানান, ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী তূর্ণা নিশিথা ট্রেনটি ভোর ৪টার দিকে ফেনী রেলওয়ে স্টেশনের অদূরে বারাহিপুর রেলক্রাসিং এলাকায় একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়।
এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হয় চালকসহ চারজন।
কমেন্ট