বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নব নির্বাচিত কার্যকরি পরিষদের উদ্যোগে সিওমেকহা এর পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডাঃ এ কে মাহবুবুল হক এর বর্ষপূর্তি উপলক্ষ্যে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিওমেকহা এর পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডাঃ এ কে মাহবুবুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক ডাঃ দেবপদ রায়, সহকারি পরিচালক (প্রশাসন) ডাঃ আজিজ মালেক, সহকারি পরিচালক (অর্থ) ডাঃ মোহাম্মদ আলা উদ্দিন, সিনিয়র ষ্টোর অফিসার ডাঃ স্বাধীন কুমার দাস, আরপি মেডিসিন ডাঃ আবু নইম, আরএস শিশু সার্জারী ডাঃ মোঃ আফসার উদ্দিন, ভারপ্রাপ্ত সেবা তত্ত্বাবধায়ক শিউলী আক্তার, নার্সিং ভারপ্রাপ্ত সুপারভাইজার রেখা বণিক, নার্সিং কর্মকর্তা ইসরাফিল আলী সাদেক, নার্সিং সুপারভাইজার পরিমল বণিক, সাইফুল মালেক খান এ.ও, পিএটু পরিচালক রুহুল আমিন, নিজাম উদ্দিন স্টুয়ার্ড, ওয়ার্ড মাস্টার আবুল খয়ের চৌধুরী, ওয়ার্ড মাস্টার রওশন হাবিব, শামীম আল আবেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মহিবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নব নির্র্বাচিত সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, মোঃ বাদশা মিয়া ও মোঃ নজরুল ইসলাম সরকার, সহ সাধারণ সম্পাদক এবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান লিমন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক দেওয়ান রাসেল আহমদ চৌধুরী, মহিলা সম্পাদিকা শিরিন বেগম, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আহমদ, ক্রীড়া সম্পাদক সজিব মিয়া, সমবায় সম্পাদক সাদেক মিয়া, কার্যকরি সদস্য নজরুল ইসলাম, কামরুল ইসলাম, বাবুল মিয়া প্রমুখ।