সিলেট এয়ারপোর্ট বাইপাস সড়কের উপর ট্রাকের দীর্ঘ যানজট প্রতিদিন লেগে থাকে।যানজট এ অঞ্চলের মানুষের নিত্য দিনের সঙ্গী হয়ে আছে। এবার যানজট নিরসনে এগিয়ে এসেছে এ অঞ্চলের একটি সামাজিক সংগঠন। পুলিশের পাশাপাশি এ সংগঠনটি এগিয়ে এসে পুলিশকে সহায়তা করায় অভিনন্দন জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।
এর আগে সংগঠনের নেতৃবৃন্দ এয়ারপোর্ট থানার অফিসার ইনর্চাজ মো. মোশাররফ হোসেনের সাথে সাক্ষাত করেন।
খাদিমনগর যুব কল্যাণ পরিষদ নামের এ সংগঠনটি গত রোববার থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ ভোগান্তি থেকে মুক্তি পেয়ে সস্তি ফিরে পেয়েছে সাধারণ জনগণ। প্রতিদিন বিকেল থেকে রাত ৯ পর্যন্ত চলে তাদের এ কার্যক্রম। ট্রাকের ড্রাইভারদের সচেতন করতে বিতরণ করা হচ্ছে লিফলেট।
প্রতিটি ট্রাকের ড্রাইভারদের সারি বদ্ধ ভাবে চলাচলের জন্য তাদেরকে অনুরোধ জানিয়ে ফুল ও লিফলেট দিয়ে শুভেচ্ছা জানায়। তাদের এই সেচ্ছাশ্রমে উৎসাহ দিতে এগিয়ে এসেছেন জনপ্রতিনিধি সহ সুশীল সমাজ। প্রতিদিনের মত গতকাল সেচ্ছাশ্রমে অংশ নেন।
খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন, ৬নং ওয়ার্ড ইউ/পি সদস্য মো. বিশির আহমদ, ২ নং ওয়ার্ড ইউ/পি সদস্য মো. সিরাজুল ইসলাম, ধুপাগুল ষ্টোন ক্রাশার মালিক সমিতির সাধারণ সম্পাদক সালেহ আহমদ শাহনাজ, যুব সংগঠক তমিজুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, ডা. সাইদুল ইসলাম, খাদিমনগর যুব কল্যাণ পরিষদের সভাপতি মো. আনোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি আব্দুল জলিল, সহ সভাপতি নজরুল ইসলাম, সাধরণ সম্পাদক ফয়সল কামরান হেলন, সহ সাধরণ সম্পাদক আবু শাঈদ শাহীন , সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, যুব সম্পাদক আব্দুল মালিক, ক্রিড়া সম্পাদক নিজাম উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জুমেল আহমদ ইব্রাহিম, সদস্য মো. শহিদ হোসেন টিটু, মো. আলমাছ আলী, মো. সাদেকুর রহমান সাদেক, অর্থ সম্পাদক খাদিমনগর ছাত্র কল্যাণ পরিষদ মো. সালাউদ্দিন ইমরান , গোধূলি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. নুরুল আমিন, সমতা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. মঈন উদ্দিন, অর্থ সম্পাদক কছির উদ্দিন প্রমুখ।