ফেঞ্চুগঞ্জ মোমিনছড়া চা বাগানে শ্রমিকদের উপর নির্যাতনকারীদের বিচার, ৩০০ টাকা দৈনিক মজুরীসহ ৬ দফা দাবিতে চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে মোমিনছড়া বাগানে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কার্তিক রায়ের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, মৌলভীবাজার জেলা সদস্য সচিব মুজাহিদ আহমদ, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আহবায়ক সত্য নাইডু, সাধারণ সম্পাদক দিপংকর ঘোষ, হৃদয় ছত্রি, লিটন মৃদা প্রমুখ।
সমাবেশে বক্তারা মালিক পক্ষের ঠিকাদার দ্বারা শ্রমিক নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। শ্রমিক নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচার, ৩০০ টাকা দৈনিক মজুরী সহ ৬ দফা দাবিতে আগামীকাল বুধবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপির প্রদানের কর্মসূচী ঘোষনা করেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ মালিক পক্ষের ঠিকাদার দ্বারা শ্রমিক নির্যাতনের পর থেকে মোমিনছড়া চা বাগানের শ্রমিকরা কর্মবিরতী পালন করে আসছেন।