জামালগঞ্জে অস্ত্রসহ ৫ ডাকাত দলের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :: জামালগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছেন গ্রামবাসীরা। রোববার গভীর রাতে জামালগঞ্জের সাচনাবাজার ইউনিয়নের হরিপুর গ্রামের নদীর তীরে বহিরাগত লোকদের দেখে কয়েকজন গ্রামবাসীর সন্দেহ হয়। এক পর্যায়ে পুরো গ্রামবাসী একত্রিত হয়ে প্রাণপণ চেষ্টা চালিয়ে আন্তঃডাকাত দলের ৫ সদস্যকে আটক করেন। পরে জামালগঞ্জ থানায় খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়,ডাকাত দলের সদস্যরা হলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার বড়কান্দ নয়াহাটির আজগর আলীর ছেলে মুখলেছ, শরীফপুর (সাদিপুর) গ্রামের তাজুল ইসলামের ছেলে জুনায়েদ মিয়া, জামালগঞ্জ উপজেলার উত্তর কামলাবাজ গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে লোকমান মিয়া, দুর্লভপুর গ্রামের মৃত জয়নুল্লাহর ছেলে বাদশাহ মিয়া, ফতেপুর গ্রামের আ. রহমানের ছেলে লাল মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতরা পুলিশকে জানায়, তারা পার্শ্ববর্তী সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজারে স্বর্ণের দোকানে ডাকাতি করার প্রস্তুতি নিয়েছিল।

পুলিশ জানায়, এ ব্যাপারে ডাকাতদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় ডাকাতির নিয়মিত মামলা রুজু করে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *