নিউজ ডেক্স:: বানিয়াচং উপজেলার কাটাখালি গ্রামে আমোদ ফুর্তি করতে গিয়ে প্রেমিক যুগল ধরাশায়ী হয়েছে। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। তবে প্রেমিক যুগলের দাবি তারা এফিডেভিটের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর গ্রামের আব্দুল গোপরানের কন্যা মাসুদা বেগম (২০) এর সাথে রং নম্বরে পরিচয় হয় কাটাখালি গ্রামের নিমরাজ মিয়ার পুত্র জুয়েলের (২৫)। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তারা পালিয়ে বিয়ে করে।
এরপর মাসুদা জানতে পারে জুয়েল বিবাহিত। এ নিয়ে দুইজনের মাঝে মনোমালিন্য চলছিল। শনিবার রাতে মাসুদা দেখা করতে জুয়েলের বাড়ি যায়। রাতে জুয়েলের ১ম স্ত্রী তাদেরকে আটক করে লোকজনকে খবর দেয়।
জনতা ঘটনাস্থলে এসে বানিয়াচং থানায় খবর দেয়। এসআই রুহুল আমিনসহ একদল পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। রবিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।