নিউজ ডেস্ক:: খোদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা হয়েছে। আর এতে জড়িত ছিল চার কিশোর। এর মধ্যে তিনজন ১৬ বছরের ও আরেকজন ১৭ বছরের।
এমন ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ পাওয়ার পর চার কিশোরকে গ্রেফতার করে মামলা করেছে পুলিশ।
জানা গেছে, ১৬ মার্চ সন্ধ্যায় ওই ছাত্রী তার এক বন্ধুর সঙ্গে ফিরছিলেন। ওই সময় তাদের ওপর চড়াও হয় চার কিশোর।
তারা প্রথমে ছাত্রীর হাত ধরে টানাটানি করে। এর পর তাকে ধর্ষণের চেষ্টা করে। তবে পালাতে সক্ষম হন ছাত্রী ও তার বন্ধু।
এর পর তারা ধর্ষণচেষ্টার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষও সঙ্গে সঙ্গেই পুলিশের কাছে অভিযোগ করে। এর পর রোববার ওই চার কিশোরকে গ্রেফতার করা হয়।
কমেন্ট