ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা বাগান বিগত ৬ দিন থেকে বন্ধ থাকায় শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিনযাপন করছেন। তাই বাগান শ্রমিকদের কর্মস্থল খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা রোববার বাগান এলাকায় প্রতিবাদ সভা করে।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সভাপতি কার্তিক নায়েক, রাজ কুমার, সজল মিরদা, সয়ন্তী মিরদা, নমিতা সিজান, চাম্পা, আলো মনি, ফুল কুমারী, নমিতা, মিরা, সুমিত্রা, বানু, বাসন্তীসহ বাগানের সর্বস্তরের চা শ্রমিকরা উপস্থিত ছিলেন।
কমেন্ট