ঢাকায় কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সিলেটের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলন এম.সি কলেজ ক্যাম্পাসে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার দুপুর ১১টায় বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধনে কোটা সংস্কার আন্দোলন এম.সি কলেজের নেতৃবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করেন। মানববন্ধনে-আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশী হামলার তীব্র প্রতিবাদ জানান এবং শিক্ষার্থীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। উলেখ্য, চাকরির ক্ষেত্রে বিদ্যমান কোটা সংস্কারের ৫ দফা দাবীতে ঢাকা সহ সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে সাধারণ ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে আসছে।
কমেন্ট