অনির্বাণ সংগীত বিদ্যালয় আয়োজিত গত ১৭ মার্চ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার মঞ্চে বিকাল ৫.৩০ মিনিটে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর দলিও পরিবেশনা উপস্হাপন করে।
জাতির জনক বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিমল করের গ্রন্হনা ও নির্দেশনায় দিপীকা দে’র উপস্হাপনায় বঙ্গবন্ধুকে নিয়ে ৭ জন কবির কবিতায় আবৃত্তিতে কণ্ঠ দেন প্রিয়াশ্রী কর পিউ,পুনম কর পূজা,তাহিয়া ইয়াসমিন মিম,প্রান্ত দাস ও সুস্মিতা চৌধুরী।
কমেন্ট