সিলেটে কেবি এহিয়া বাণিজ্যিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সিলেট বিভাগীয় কমিশনার ও কেবি এহিয়া এস্টেটের মোতাওয়াল্লী ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। রোববার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ভবনের উদ্বোধন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব, সহকারী কমিশনার আফসানা তাছলিম, এস্টেট এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেবি এহিয়া এস্টেটের ম্যানেজার মো. আব্দুর রহমান, বিশেষ সহায়ক কর্মকর্তা শাহিদ মোবারক, ১নং কাটারী অফিসের নায়েব মো. সিরাজুল ইসলাম, সদর কাচারী অফিসের নায়েব ফয়েজ আহমদ, অফিস সহকরী কাম কম্পিউটার অপারেটর রুহুল আমিন রুহেল, সহকারী তহশীলদার এইচ এম আমীর আলী, কেবি এহিয়া এস্টেট এর প্রকৌশলী বিজিত চন্দ্র দে, ঠিকাদার মাহমুদুল হোসেন তোফা প্রমুখ।
এছাড়াও এহিয়া ডিলায় বসবাসকারী বিভিন্ন ভেনিফিসিয়ারীগন সহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন শেখ ছানা উল্লাহ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা নাজিমুদ্দিন।