রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে শনিবার সন্ধ্যা ৭টায় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে ২২তম রোটারিয়ান কামাল উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষার সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়।
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সভাপতি অধ্যাপক ছাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট শহীদুল ইসলাম, বক্তব্য রাখেন রোটাঃ মুহিবুর রহমান, রোটাঃ সিদ্দিকুর রহমান, রোটাঃ আফসর উদ্দিন, রোটাঃ হুমায়ুন ইসলাম কামাল, রোটাঃ নজরুল ইসলাম, রোটাঃ আব্দুল খালিক, প্রিন্সিপাল শহীদুর রব, রোটাঃ সৈয়দ সুজাত আলী, রোটাঃ এম এ মুকিত, রোটাঃ শেখ ফরিদ আহমদ, রোটাঃ বিকাশ কান্তি দাস। উপস্থিত ছিলেন, স্বরাজ বন্ধু দাস, আলী হোসেন, রুহুল আলম, এম এ রহিম প্রমুখ।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্কুল থেকে প্রায় ১৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং তাদের মধ্য থেকে ২০জন পরীক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।