জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আদর্শে অনুপ্রাণিত হয়ে জমিয়তে যোগদান করেছেন। বাংলাদেশ খেলাফত মজলিশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি ও সিলেট জেলা নির্বাহী সদস্য মাওলানা বশিরুল ইসলাম। তার আনুষ্ঠানিক যোগদান উপলক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম ১৭ মার্চ শনিবার সন্ধ্যায় বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা যুগ্ম সম্পাদক মাওলানা আসরারুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর সাংগঠনিক সম্পাদক সৈয়দ সালিম কাসিমী, কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মনির উদ্দিন, মাওলানা সোহেল আহমদ, হাফিজ মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, উত্তর শাখার সাবেক সেক্রেটারী মাওলানা মুহিবুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ ইমাম উদ্দিন, সিলেট মহানগর সহ প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল আতিক, সহ সাধারণ সম্পাদক আব্দুর রব, জেলা যুব জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মোঃ লুৎফুর রহমান, জেলার সাধারণ সম্পাদক হাফিজ ফয়েজ উদ্দিন, যুবনেতা আব্দুলাহ আল মামুন খান, মাহদী হাসান মিনহাজ প্রমুখ।
পরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বাংলাদেশ খেলাফত মজলিম কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা বশিরুল ইসলাম।