আম্বরখানায় কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর আম্বরখানা এলাকায় রাসেল আহমদ (২০) নামের এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্য হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় এর দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

তবে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বলেন-পুলিশ খবর পেয়ে রাসেল নামের এক তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এছাড়াও তার পরিবারকে পুলিশ খবর দিয়েছে। তারা এ বিষয়ে থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। তাকে কেউ হত্যা করেছে নাকি সে নিজেই আত্মহত্যা করেছে সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

জানা যায়- রাসেল আহমদ আম্বরখানা এলাকার বরকিতায় সুপার মার্কেটের একটি ম্যাসে থেকে মদন মোহন কলেজে লেখা পড়া করছিলেন। তিনি ওই কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। রাসেল ম্যাসে রাতের খাবার খেয়ে ছাদে যান। এরপর হঠাৎ করেই ওপর থেকে রাসেল নীচে পড়ার সময় বিদ্যুতের তার সাথে লেগে নীচে পড়েন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *