শাবির প্রধান ফটকের অদূরে রাস্তায় সন্তান প্রসব

নিউজ ডেক্স:: শাবির প্রধান ফটকের অদূরে কুমারগাঁও বাসস্ট্যান্ড মুখি রাস্তায় বুধবার দুপুর ২টার দিকে সন্তান প্রসব করেন এক নারী।

মা ও নবজাতককে ঝুকিতে দেখে এক পথচারী ৯৯৯ নাম্বারে কল করলে পুলিশ দ্রুত ঘটনা স্থলে এসে তাদেরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়।

জালালাবাদ থানা পুলিশ জানায়, বুধবার বেলা আড়াইটায় শহরতলীর কুমারগাঁও বাসস্ট্যান্ড ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মাঝামাঝি স্থান থেকে এক পথচারী ৯৯৯ নম্বরে কল দেন। কল পেয়ে সেন্ট্রাল ডেস্ক থেকে আমাদের জানানো হলে আমরা তাৎক্ষণিক গিয়ে মা ও শিশুকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি।

মাকে হাসপাতালের দ্বিতীয়তলার গাইনি ওয়ার্ডে ও নবজাতক ছেলে শিশুকে পঞ্চমতলার ২১নং ওয়ার্ডে ভর্তি করা হয়। প্রসূতি মা মানসিক প্রতিবন্ধী হওয়ায় তার নিজের ও স্বামীর নাম-ঠিকানা কিছুই জানাতে পারেনি। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন মা ও ছেলে সুস্থ আছেন।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *