সিলেট নিউজ টাইমস্ ডেক্স:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেণ্য লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের বাবা ও মামার পাঁচদিনের রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৃতীয় আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক হরিদাস কুমার।
জালালাবাদ থানা পুলিশের ওসি এবং জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত রোববার (১১ মার্চ) একই আদালতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন ফয়জুরের মা মিনারা বেগমের দুইদিন রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (১৩ মার্চ) কারাগারে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার (০৮ মার্চ) হামলাকারী ফয়জুরের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ওই আদালতের বিচারক। বর্তমানে ফয়জুরের ভাই এনামুল হাসান পুলিশি রিমান্ডে রয়েছেন।
প্রসঙ্গত, গত ৩ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক ড. জাফর ইকবাল। তার মাথা, পিঠে এবং হাতে ছুরিকাঘাত করে ফয়জুর। হামলার পরপরই ফয়জুরকে ধরে করে গণপিটুনি দিয়ে র্যাবের হাতে সোপর্দ করে শিক্ষার্থীরা।