নিউজ ডেস্ক:: কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ কোয়ারিতে টাস্কফোর্সের অভিযানে ৪৮টি বোমা মেশিনের স্থাপনা ধ্বংস করা হয়েছে। বুধবার বেলা ১১টা ৪০ মিনিট থেকে বেলা ৩টা পর্যন্ত টানা এ অভিযান চলে।
অভিযানকালে কোয়ারিতে রেলওয়ে রোপওয়ে ও বাঙ্কার এলাকায় অবৈধভাবে স্থাপিত ৪৮টি বোমা মেশিনের স্থাপনা পে লোডারের মাধ্যমে গুড়িয়ে দেয়া হয়।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশারাফুল হক এতে নেতৃত্ব দেন। টাস্কফোর্সের অভিযানে বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও অংশ নেন।
সূত্র জানায়, টাস্কফোর্সের টানা অভিযানে কোয়ারীতে কোন মেশিন নেই। মেশিন বসানোর অবকাঠামো থাকায় রাতের আঁধারে যাতে কেউ পুনরায় মেশিন বসাতে না পারে-এজন্য বুধবারের অভিযানে ৪৮ টি বোমা মেশিনের স্থাপনা পেলোডার যন্ত্রের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়।
অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।