ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন মিলন, চট্রগ্রামের সোহেল রানা ও বরগুনার আসাদুজ্জামানকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
গতকাল ১৪ মার্চ বুধবার নগরীর আম্বরখানা থেকে মিছিলটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে মহানগর ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মোর্শেদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সহ-আইন বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধুরী তুহিনের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেওয়ান রেজোয়ান, জাকির হোসেন কয়েস, কাওছার হোসেন রকি, হোসেন খান ইমাদ, মাহফুজ আহমদ শিমু, আব্দুল্লাহ আল মুহিত, কাওছার আহমদ শিবলু, আলী আহমদ শাকিল, কাওছার আহমদ ডেবিড, শাহরিয়ার আশফাক শাহি, আলাউদ্দিন হোসেন, ফখরুল ইসলাম, আব্দুল্লাহ আল মুছা, শিব্বির আহমেদ, জাবির আহমদ জিসান, শাওন আহমদ, এমরান আহমদ, ইমন আহমদ, জুয়েল আহমদ, আমিন মিয়া, সাজন রাজা, রমুজ আহমদ, মুন্না আহমদ, নাহিদ আহমদ, আহবাব, মামুন আহমদ, তারেক আহমদ, রিয়াদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি