সিলেট জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি জাকির হোসেন মিলন, চট্টগ্রামের হাটহাজারি পৌর ছাত্রদল নেতা সুহেল রানা এবং বরগুনার পাথরঘাটার ছাত্রদল নেতা আসাদুজ্জামানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে সিলেট জেলা ছাত্রদল।

বুধবার (১৪ মার্চ) বিকাল ৪টায় নগরীর সন্ধ্যা বাজার থেকে মিছিলটি শুরু হয়ে সিটি পয়েন্ট গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক লিটন কুমার দাস নান্টুর যৌথ পরিচালনায় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ বলেন, বর্তমান অবৈধ সরকারের এ ধরনের দমন-পীড়ন চালিয়ে বলিষ্ঠ প্রতিবাদী তরুণ নেতৃত্বকে ধ্বংস করতেই ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার করে নিষ্ঠুরভাবে নির্যাতন করে রাষ্ট্রীয় হেফাজতে হত্যা করছে। তারই শিকার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি জাকির হোসেন মিলন, চট্টগ্রামের হাটহাজারি পৌর ছাত্রদল নেতা সুহেল রানা এবং বরগুনার পাথরঘাটার ছাত্রদল নেতা আসাদুজ্জামান। ছাত্রদল নেতৃবৃন্দ বর্তমান শাসকগোষ্ঠীর নির্যাতনের বিরুদ্ধে আরো প্রতিবাদী হয়ে উঠবে।

এ হত্যাকান্ড সুষ্ঠু তদন্তের মাধ্যমে পোষাকধারী আইনশৃঙ্খলাবাহিনীর প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এ ধরণের কাজের যেন পূণরাবৃত্তি না ঘটে তার হুশিয়ারী প্রদান করেন। অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব হাসান ও সাধারণ সম্পাদক আকরামূল হাসান সহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ সভাপতি অর্পণ ঘোষ, সহ সভাপতি তছির আলী, যুগ্ম সম্পাদক রজব আহমদ। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল খালিক মিল্টন, জাহাঙ্গির আলম বাবুল, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, পারভেজ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জুবের, ইমরুল হোসেন হিমেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কামরান আহমদ, সহ যোগাযোগ সম্পাদক জিয়াউর রহমান রুমেল, ইমদাদুর রহমান স্বপন, মনজু রহমান, সেলিম আহমদ, বাবুল আহমদ, রেজাউল হাসান মাসুম, কুটন মিয়া, এম.সি কলেজ ছাত্রদলের আহবায়ক বদরুল আজাদ রানা, সহ সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ সুহেল, আইন বিষয়ক সম্পাদক সুয়েদুল ইসলাম সুহেদ, সুলেমান খান, রুবেল আহমদ রানা, মো. বদরুল হক চৌধুরী ফাহিম, মজনুর রহমান, শাবিপ্রবি ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দেবাশীষ দাস গুপ্ত দেব, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমদ, যুগ্ম আহবায়ক মিছবাউল আম্বিয়া, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, ময়নুল ইসলাম, এম.সি কলেজ ছাত্রদলের সদস্য সচিব দেলওয়ার হোসেন, ল’ কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইয়ামিন চৌধুরী, স্কুল বিষয়ক সম্পাদক ভুলন কান্তি তালুকদার, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজন আহমদ খান, জেলা ছাত্রদলের সদস্য কাওছারুজ্জামান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক ওমর ফারুক, সহ অর্থ সম্পাদক ইমরান আহমদ সেতু, শেখ শাহান তালুকদার, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন, মনিরুজ্জামান মিজান, এইউ রানা, আরিফুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান মিজান, আহমেদ আলামিন, রাসেল আহমদ, সায়েম আহমদ, রাজীব আহমদ, রাসেদ আহমদ, সামাদুর রহমান অপু, জুবেল আহমদ, আলী আহমদ, এম. এ মাজিদ, শাহান আহমদ, জাহাঙ্গির আলম, মুন্না শাহ, এম. এ রহমান, হোসেন আহমদ, রিপন আহমদ, আব্দুলাহ, নাহিদ জোয়ারদার, আরমান আহমদ মুন্না, কাজী মিজানুর রহমান তুহিন, নাদির হোসেন রিয়াদ, কানাইঘাট ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম, সাকিব আল আব্দুলাহ, ইমরান আলী, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইমরান আহমদ, সবুজ আহমদ, অঞ্জল দাস অঞ্জল, সালেহ আহমদ, আল আমিন স্বপন, আহসান সুজন হিমু, রুবেল আহমদ শান্ত, মিনহাজ উদ্দিন সিরাজ, কবির খান, আলাউদ্দিন আল আশরাফ, সাবের আহমদ, কামিল আহমদ, সালমান ফারসী, মাসুম মীম, নাসির, আব্দুলাহ, আসলাম প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *