শাবিতে থিয়েটার কর্মীকে পেটানোর প্রতিবাদে বিক্ষোভ

সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই থিয়েটার কর্মীকে পেটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সংগঠনের পক্ষ থেকে এই কর্মসুচী পালন করা হয়।

শাবির কেন্দ্রিয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে পুনরায় গ্রন্থাগারের সামনে গিয়ে মানববন্ধন করে।

মানববন্ধনে সংগঠনের কর্মীরা তাদের বক্তব্যে বলেন, ‘আমরা এর তীব্র প্রতিবাদ জানায়। এর উপযুক্ত বিচার চাই। আমরা এখন নিজেরা নিজেদের কাছেই নিরাপদ নয়। তাই সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি’।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসের ইউসি ভবনের সামনে দুই থিয়েটার কর্মীকে পেটায় ছাত্রলীগ। আহতরা হলেন, দিক থিয়েটারের সাধারণ সম্পাদক জুয়েল রানা ও দিক থিয়েটারের কর্মী জাহিদ। বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *