নেপালে বিমান বিধস্ত হওয়ায়”উইলপাওয়ার’র সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত

উইলপাওয়ার (একটি নিবেদিত প্রাণ সমাজকল্যাণ সংস্থার) উদ্যোগে আগামী ১৬ মার্চ শুক্রবার নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের (কনসার্ট ফর লাইফ) আয়োজন করা হয়েছিল।

উক্ত অনুষ্ঠানে কণ্ঠশিল্পী জেমস, আর্টসেল, ওরফিয়াস, চিশতী বাউল, রেসমি ও মাটি উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। কিন্তু নেপালে ইউএস বাংলা বিমান বিধস্তের ঘটনায় রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১৩ শিক্ষার্থী সহ ৫০জন নিহত হয়। তাই উইলপাওয়ার একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে শোকসন্তুপ্ত দেশে বিমান দুর্ঘটনায় নিহতের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের তারিখ স্থগিত করেছে। পাশাপাশি উইলপাওয়ারের পক্ষ থেকে শোক প্রকাশ, নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।

উইলপাওয়ারের এ অনুষ্ঠানের পরবর্তী তারিখ অতি শীঘ্রই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। উলে­খ্য যে, যারা উক্ত অনুষ্ঠানের টিকেট সংগ্রহ করেছেন তারা এই টিকেট জমা দিয়ে মূল্য ফিরিয়ে নিতে পারবেন। যোগাযোগ: ০১৭০৮-৫৭২০০০-৯।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *