অনুর্ধ্ব-১৬ সিলেট বিভাগীয় ক্রিকেট দলকে আনুষ্ঠানিক স্পন্সরের চেক হস্তান্তর করেছে ওয়েসিস হসপিটাল। বুধবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে এ চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারি বিপুল দেবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আল চৌধুরী নাদেল।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, ওয়েসিস হসপিটালের চেয়ারম্যান মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী, এম ডি ও ফাউন্ডার ডা. নুরুল হাসান সিদ্দিকী, ডা. সোলাইমান আহমদ, ওয়েসিস হসপিটালের পরিচালক ডা. জাকির হোসেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সাধারন সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ কোরেশী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সৈয়দ তাকনিমুল হাদি কাবি, সিলেট বিভাগীয় কোচ এ কে এম মাহমুদ ইমন, সিলেট বিভাগীয় ইন্টারন্যাশনাল ভেন্যু ম্যানেজার জয়দীপ দাস, সিলেট জেলা কোচ মারুফ হাসান, জেলা হবিগঞ্জ কোচ মঈন উদ্দিন তালুদার সাচ্ছু, অনুর্ধ্ব-১৬ সিলেট বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার রিংকু সরকার, কোচ সাদিক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়ানুরাগীদের সহযোগীতায় বয়স ভিত্তিক ক্রিকেটে খেলোয়াড়দের প্রশিক্ষণ চালিয়ে যাওয়া হচ্ছে। ক্রিকেটের উন্নয়নে যা করা দরকার আমরা করছি। আমি ওয়েসিস হসপিটালকে ধন্যবাদ জানাই এরকম উদ্দ্যাগ নেয়ার জন্য। যাতে আগামীতে তারা আরোও এভাবে এগিয়ে আসে।
তিনি আরো বলেন, খেলাধুলা করলে শরির, স্বাস্থ্য ও মন ভালো থাক। ফলে পড়াশুনায় মনোযোগী হওয়া যায়। বিভিন্ন খেলাধুলা নিয়ে যুবকরা যদি ব্যস্ত থাকে, তাহলে তারা মাদকে আসক্ত হবে না। কারণ খেলাধুলা করলে শরীর ও মন সব সময় ভালো থাকে। শিক্ষার্থীদের জন্য পড়াশুনার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য।