সিলেট ক্লাব লিমিটেড (এসসিএল) এর উদ্যোগে আন্তঃ পুল টুর্নামেন্ট-২০১৮ ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে এয়ারপোর্ট বাইপাস রোডস্থ সিলেট ক্লাবে আন্তঃ পুল টুর্নামেন্টের ফাইনাল খেলা পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট ক্লাব লিমিটেডের সভাপতি হাসিন আহমদ, সহ-সভপতি আফজাল রশীদ চৌধুরী, সাবেক সভাপতি এ টি এম শোয়েব, মেম্বার এডমিন মুফতি তাহের আহমদ, মেম্বার ফাইন্যান্স ওয়ালেত হোসেন, মেম্বার এন্টারটেইমেন্ট মাশরুফ আহমদ, কালচার এন্ড স্পোর্টস বিজয় কুমার দাস, রিক্নিয়েশন আলী ওয়াছিকুজ্জামান চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহফুজুর রহমান, নির্বাচন কমিশনার মোঃ আব্দুস ছালাম প্রমুখ।
সিলেট ক্লাব লিমিটেডের আন্তঃ পুল টুর্নামেন্ট-২০১৮ ফাইনাল খেলায় আবু সুফিয়ান চৌধুরী মনি ৯-৩ ফ্রেমে রায়হান মাসুদ রাসেলকে পরাজিত করেন। ১ম রানার আপ হয়েছেন রায়হান মাসুদ রাসেল।