সিলেটে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত ২ দিন ব্যাপী শিক্ষা মেলা ও মিনা প্রদর্শনীর পুরস্কার বিতরন ও সমাপনী অনুষ্ঠান গত ১২ মার্চ সোমবার বিকেলে সিলেট পিটিআই প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগ এর উপ-পরিচালক তাহমিনা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগ অফিস সিলেট এর সহকারী পরিচালক কামরুল ইসলাম, পিটিআই সুপার এ.কে এম ইব্রাহিম।
চাঁনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় নাথ ও আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিশুল আক্তার এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, হাছিনা ইয়াছমিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি মেলায় অংশ গ্রহনকারী স্টল সমুহের মধ্যে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। মেলায় ১৩টি স্টল এর মধ্যে প্রথম স্থান দক্ষিণ সুরমা, দ্বিতীয় সদর এবং ফেঞ্চুগঞ্জ ও জকিগঞ্জ যৌথ ভাবে তৃতীয় স্থান অধিকার করেন।
অনুষ্ঠানে ১২টি উপজেলার শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ সুধীজন অংশ গ্রহন করেন।