দেশের উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই: আশফাক আহমদ

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলীনগরস্থ সাতগাঁও নতুন ষ্ট্যান্ড, বাজার এবং খেয়াঘাটের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে, এ সরকারের আমলেই এ সেতু চালু হবে। তিনি বলেন, আগামী নির্বাচন হবে উন্নয়নের প্রতীক নৌকার নির্বাচন। দেশজুড়ে উন্নয়নের জোয়ারে মানুষ এখন জননেত্রী শেখ হাসিনা ও নৌকার উপর বিশ্বাসী হয়ে গেছে। দেশের উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই- এ কথা দেশবাসী মনেপ্রাণে বিশ্বাস করে।

৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ইউসুফ আলীর সভাপতিত্বে ও রফিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ইমন আহমদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, ৩নং খাদিম নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া, সাধারণ আব্দুল মালিক, সদর উপজেলা স্পোর্টস একাডেমির আহবায়ক ইকলাল আহমদ, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম তারা মিয়া, সাবেক সভাপতি ইদ্রিছ আলী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইন্তাজ আলী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মক্তার, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সদর উপজেলার সভাপতি আনসার আলী মেম্বার, মহিলা মেম্বার নেছারুন নেছা, সাতগাঁও নতুন খেয়াঘাট এর সভাপতি মামুনর রশিদ শামিম, যুবলীগ নেতা দেলোয়ার হুসেন, মিজানুর রহমান, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার খাদিমনগর ইউপি সভাপতি মক্তার খাঁ, যুবলীগ নেতা এমরান আলী তালুকদার, আব্দুল মুক্তার, আব্দুস সালাম, জুনেদ আহমদ নজরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন আব্দুল হান্নান, সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের সদস্য আব্দুল খালিক, আব্দুল আলিম, মুহিবুর রহমান হেলন, বটল মিয়া, রফিক আহমদ, মাসুক উদ্দিন, গনি মিয়া, সাহাবুদ্দিন, অবনী বিশ্বাস, লুৎফুর রহমান, আব্দুল মুকিত, সদর উপজেলা ছাত্রলীগ নেতা গোলাম আযম জয়, ফাহিম আহমদ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *