নিউজ ডেক্স:: বানিয়াচঙ্গে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমিকার সাথে শারীরিক সর্ম্পক স্থাপনের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় ওই প্রেমিকাকে সোমবার হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেমিকা উপজেলার পাহারপুর গ্রামের ।
স্থানীয় সূত্রে জানা যায়, তরুণীর সাথে প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে একই গ্রামের আব্দুল আলীর পুত্র মদরিস মিয়া (২৫) এর। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার সুবাদে তারা একে অপরকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে।
সম্প্রতি মদরিস মিয়া তার প্রেমিকাকে বিয়ের প্রলোভন দিয়ে ঘনিষ্ঠতা অর্জন করে। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে রোববার দিবাগত মধ্য রাতে প্রেমিকাকে বাড়ি থেকে নিয়ে শারীরীক সর্ম্পক করে। এই ঘটনার পর ওই প্রেমিকা তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে মদরিস কৌশলে বাড়িতে দিয়ে পালিয়ে যায়।
সোমবার সকালে এ ঘটনাটি এলাকায় লোকমুখে প্রচার হলে সর্বত্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়।