ইউরোপীয় প্রতিনিধি দলের ইউরোক্রসের ফ্যাক্টরী পরিদর্শন

ইউরোপীয় ইউনিয়নের ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল কাউন্সিলরদের একটি প্রতিনিধিদল মঙ্গলবার ১৩ মার্চ সিলেট আসেন। এসময় প্রতিনিধি দল খাদিম নগরে ইউরোক্রাস ফ্রজেন ফুডস (বিডি) লিমিটেড এর ফ্যাক্টরী প্রদর্শন করেন।
মঙ্গলবার রাত ৯ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত এ সময় বিএসসিআইসি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এর ফ্যাক্টরিও পরিদর্শন করেন।৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন টু বাংলাদেশের চার্জ দ্যা এফেয়ার্স মিঃ কনস্টানটিনস ভার্ডাকিস, জার্মান এম্বেসীর ডেপুটি হেড অব মিশন মিঃ মাইকেল শুলতেইস, ই.ইউ ডেলিগেশন টু বাংলাদেশের ট্রেড এডভাইজার আবু সৈয়দ বেলাল। উপস্থিত ছিলেন মিঃ কনস্টানটিনস ভার্ডাকিস এর স্ত্রী মিস অ্যানা কনডোয়ান্নি ফ্যাক্টরীতে প্রতিনিধি দলকে স্বাগত জানান, ইউরোক্রস এর চেয়ারম্যান জনাব আব্দুল মুকিত চৌধুরী।১:৩০ ঘণ্টার প্রতিনিধিদের সাথে বৈঠক কালে ব্যবসা বিষয়ক বিষয়ক বিভিন্ন আলোচনার পাশাপাশি বৈদেশিক বিনিয়োাগ ও স্থানীয় বিনিয়োগ, রপ্তানি ও আমদানি সমস্যা, কাঁচামালের সহ ইইউসহ ব্যবসা সম্প্রসারণের বিষয়ে আলোচনা দ্বিপক্ষীয় আলোচনা হয়।

 

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *