সিলেট নগরীর মীরের ময়দান সড়কের দরগাহ সংলগ্ন স্থানে একজন অজ্ঞাতনামা আনুমানিক (৪৫) বছর বয়সের যুবকের লাশ উদ্ধার করেছে শাহজালাল (রা) মাজার।
পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ বাবুল মিয়া রোববার রাত ৯.২০মিনিটে লাশটি উদ্ধার করে সুরত হাল রির্পোট তৈরি করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হিমাগরে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অপমৃত্যূ মামলা দায়ের করা হয়েছে। যোগাগোগের জন্য এস আই বাবুল মিয়া ০১৭১৫-৯৪৪৮৪৭ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাগোগের জন্য এস আই বাবুল মিয়া
০১৭১৫-৯৪৪৮৪৭
কমেন্ট