আফসর খান মিনি ফুটবল টুর্ণামেন্টের কোয়ারটার ফাইনাল খেলা গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর পাঠানটুলাস্থ স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় সেলফ পারফেক্টকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে এনাম স্পোর্টিং ক্লাব।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নূর। ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক সিলেটের ডাক এর স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের প্রবর্তক আফসর খান, সিলেট জেলা ধারাভাষ্যকার কমিটির সভাপতি দেলোয়ার আহমেদ, পাঠানটুলা সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ, সহ-সভাপতি হাসান খান, রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দ আমির আলী, বিষ্ণুপদ ঘোষ, আকমল খান, জাবির হোসেন, নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
কমেন্ট