নিজস্ব প্রতিনিধি:: সুরমা নদীর অব্যাহত ভাঙ্গনের মুখে সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফালজুর গ্রামের নদীর তীরবর্তী মানুষের বাড়ীঘর নদীরগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দিন দিন নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করায় ইতিমধ্যে অসংখ্য বাড়ী ঘর নদীরগর্ভে বিলীন হয়ে অনেকে ভিটা বাড়ী হারা হয়ে নিঃস্ব হয়ে গেছেন।
রাজাগঞ্জ ইউনিয়নের ভিতরে অবস্থিত বিভিন্ন গ্রামের অধিকাংশ বাড়ীঘর সুরমা নদীর তীরে অবস্থিত। সুরমা নদীর পাড় দিয়ে রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর, মুজুমদার মাটি,বিরদল সহ হাজার হাজার লোক যাতায়াত করে থাকেন। উপজেলার প্রাচীনতম বাজার মুখিগঞ্জ বাজার এবং মুখিগঞ্জের সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ রাস্তা দিয়েই মানুষের যাতায়াত।
এ রাস্তা নদী গর্ভে বিলিন হলে ক্ষতিগ্রস্থ হবে হাজার হাজার মানুষ। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতে সমস্যা প্রকট আকার ধারণ করবে। প্রতিবছর বর্ষা মৌসুমে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করে বাড়ী ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। সম্প্রতি নদী ভাঙ্গন আরো তীব্র আকার ধারণ করায় অনেক বসত বাড়ীতে ফাটল দেখা দিয়েছে।