সিলেটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের র‌্যালী, মহড়া ও আলোচনা সভা

“জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে শনিবার (১০ মার্চ) সকালে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। বর্ণাঢ্য র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

র‌্যালী শেষে জেলা প্রশাসক অফিস প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও ভলিন্টিয়ার ফায়ার সার্ভিসের এক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দুর্যোগকালীন মানুষকে কিভাবে সহযোগীতা করা হবে এবং আহতদের উদ্ধার করে কিভাবে চিকিৎসা দেওয়া হবে এছাড়াও অগ্নিকান্ড সংঘঠিত হলে কিভাবে অগ্নি নিরোধ করা হবে তা প্রদর্শন করা হয়। মহড়া শেষে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সচেতনতামূলক দুর্যোগের পুর্ব প্রস্তুতিমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান।সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শাহাজাহান কবিরের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, গ্রামীণ জনকল্যান সংসদের সভাপতি জামিল চৌধুরী, বিভাগীয় গণদাবী ফোরামের সভাপতি চৌধুরী আতাউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা শিমুল, ভলিন্টিয়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল­াহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ কুমার সিংহ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তনয় বিশ্বাস, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরোদ চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অবসরপ্রাপ্ত)আলতাফ হোসেন প্রমুখ।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৮প্রতিপাদ্য বিষয় “জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ”। র‌্যালি শেষে জেলা প্রশাসক, সিলেট এর সম্মেলন কক্ষে দিবসটির প্রতিপাদ্য বিষয়ের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনাব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুমেরী জামান, জেলা প্রশাসক, সিলেট।

আলোচনা শেষে দুর্যোগের উপর চিত্রাংকন প্রতিযোতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *