সিলেটে ‘কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন কলা কৌশল’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

বাংলাদেশ এগ্রো প্রসেসরেস এসোসিয়েশন (বাপা) ও এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি) এর উদ্যোগে সিলেট নগরীর একটি হোটেলে ‘কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন কলা কৌশল’ এ দুদিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শনিবার (১০ মার্চ) সকাল ১০টায় এর উদ্বোধন করা হয়। শিল্প মন্ত্রণালয় আওতাধীন ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এ প্রশিক্ষণ কর্মসূচীতে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ রিসোর্স পারসন হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন।

ইউরোক্রসের চেয়ারম্যান আব্দুল মুকিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের এনপিও পরিচালক (যুগ্ম সচিব) এসএম. আশরাফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাসেম, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টি এর পরিচালক হিজকিল গুলজার। এছাড়াও বাপার সদস্য, বিসিক এর কর্মকর্তা ও বিভিন্ন সেক্টরের উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিবর্গ প্রশিক্ষণ প্রদান করেন।

অতিথিবৃন্দ ও রিসোর্স পারসনগন সকলেই উৎপাদনশীলতার বিষয়ে উন্নত কলা কৌশল সম্পর্কে দক্ষতা উন্নয়ন বিষয়ে বক্তব্য প্রদান করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *