আম্বরখানা বড়বাজারে মহানগর ছাত্রদল নেতা সুবেদ খানকে গত বৃহস্পতিবার যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা অপহরণ করে দারুস সালাম মাদ্রাসার পার্শ্ববর্তী মাঠে নিয়ে অমানষিক নির্যাতন করে হাত পা গুড়িয়ে দেয়। নির্যাতনের শিকার সুবেদ খান বর্তমানে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলায় ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন। শনিবার (১০ মার্চ) দুপুর ১২টায় তাকে দেখতে ওসমানী হাসপাতালে যান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের ১ম সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য চৌধুরী মোহাম্মদ সুহেল, মহানগর ছাত্রদলের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মেহেরাজ ভূঁইয়া পলাশ, জেলা ও মহানগর ছাত্রদলের সদস্য রাকিবুল হাসান হারুন, আশরাফুল তালুকদার, সাদেকুর রহমান বাচ্চু, তাজুল ইসলাম তাজ, সাজিদুল ইসলাম সাজু, মান্নান আহমেদ ইমন, আমিনুর রশীদ, রমিজ আলী, মাছুম রেজা, তরিকুল ইসলাম নয়ন, আবু সাঈদ মোঃ সাকিব, জয়নাল আবেদীন রাহেল, প্রিন্স খান, রবিউল আউওয়াল সিবলু, পারভেজ আহমদ, হাসান আহমেদ সুহেল, নাহিদ চৌধুরী প্রমুখ।