নিজস্ব প্রতিনিধি:: মাধবপুর উপজেলার নয়নপুর থেকে আবুল হোসেন মধু (৫০) নামের এক শীর্ষ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে মাধবপুরে উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মতলিবের পুত্র।
গতকাল শুক্রবার সকাল ১০ টায় দিকে ডিবি পুলিশ এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।
পুলিশ সূত্র জানায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মাদক এনে এলাকায় বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে তার বিরুদ্দে মামলা করা হয়েছে।
কমেন্ট