পরীমনি এবার প্রযোজনায়

বিনোদন ডেক্স::  বাংলা চলচ্চিত্রে অভিনয় দিয়ে অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী পরীমনি। এবার অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনার সঙ্গেও যুক্ত হচ্ছেন তিনি। এজন্য প্রযোজনা প্রতিষ্ঠানও খুলে ফেলেছেন হালের এ অভিনেত্রী। নাম দিয়েছেন ‘সোনার তরি মাল্টিমিডিয়া।’ রবীন্দ্রনাথের কবিতা থেকে নাম পছন্দের বিষয়টি জানিয়েছেন পরীমনি নিজেই।

গতকাল এ খবর জানাতে এবং তার কর্মপরিকল্পনার কথা উল্লেখ করতে বিএফডিসি’র ৭ নং ফ্লোরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে পরীমনি বলেন, ‘প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে প্রতিষ্ঠানটির নাম রেখেছি। সবাইকে সঙ্গে নিয়েই চলতে চাই। ঢাকাই ছবির উন্নয়নে ভূমিকা রাখার জন্যই ছবি প্রযোজনার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি ভালো কিছুই হবে। এ কাজে সবাইকে পাশে পাব।’

সোনার তরীর প্রথম ছবির নাম, নির্মাতা এবং কোনো ধরনের গল্প নিয়ে ছবি নির্মিত হবে এ বিষয়ে শিগগিরই জানানোর কথা দিয়ে পরীমনি বলেন, ‘চলচ্চিত্রের বাঁক বদলের জন্য ভালো ছবির বিকল্প নেই। ভালো ছবি নির্মিত হচ্ছে না এমন নয়, কিন্তু তার সংখ্যা খুব একটা বড় নয়। সে সংখ্যা আরও বাড়ানো যায় কি-না, সে চেষ্টা থেকেই প্রযোজনায় আসা।’

পরীমনির নতুন ছবি ‘স্বপ্নজাল’ মুক্তি পাবে আগামী ৬ এপ্রিল। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান। এছাড়া রয়েছেন- ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *