নগরীর রায়নগরস্থ অনুশীলন একাডেমির প্রাঙ্গনে গত শুক্রবার মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে মাসিক পুরষ্কার বিতরনী ও কোয়ান্টাম সভা অনুষ্ঠান সম্পন্নে একাডেমির শিক্ষক সুহেল দাস এর উপস্থাপনায় প্রথমেই কোরআন তেলাওয়াত আবু আব্দুল্লাহ তাসনিম ও অর্পা পালের গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
একাডেমির উপদেষ্টা ও সমাজ সেবক নজরুল ইসলাম বুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক তাহমিনা বলেন, অনুশীলন একাডেমি ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা দিয়ে শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছে তা সত্যিই ব্যতিক্রম যা অতুলনীয়। একাডেমি শুধু ভালো পাঠদান দিচ্ছে না পাশাপাশি ব্যায়াম চর্চা, মেডিটেশন সহ বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে আত্ববিশ্বাস এবং সপ্নের ভিত্তি গড়ে দিচ্ছে যা আগামী প্রজন্ম সুন্দর সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র দিনার খান হাসু, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দিলোয়ার হোসেন রাজা, সিলেট সরকারী কলেজের প্রভাষক সোহেল আহমদ, ১৯নং ওয়ার্ড কমিউনিটি পুলিশ সভাপতি শেখ মোঃ খয়রুল হোসেন, ১৯ নং ওয়ার্ড এর সম্ভাব্য কাউন্সিলর পদপার্থী ও শাহমীর সরকারি প্রা: বি: এর পরিচালনা কমিটির সহ-সভাপতি এস.এম শওকত আমিন তৌহিদ, ঢাকা ব্যাংক এর সাবেক কর্মকর্তা মো:মাহবুবুর রহমান, কোয়ান্টাম ফাউন্ডেশন আম্বরখানা শাখার সহকারি পরিচালক আব্দুল হাসি।
একাডেমির শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আবির শেখ, রাসেন্দ্র মোহন তালুকদার, ওয়াহিদা খাতুন আসমা, নিহার রঞ্জন, মো: এমদাদ হোসেন, রাজন দাশ প্রমুখ।
একাডেমির বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দিক-নির্দেশনা বক্তব্য উপস্থাপন করেন একাডেমর প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক শিশির সরকার। পরে অতিথিরা মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ পুরষ্কার প্রদান করেন। উল্লেখ্য অনুষ্ঠানে একাডেমি ছাত্র-ছাত্রী কতৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরন করা হয়।