৭ মার্চ উপলক্ষ্যে ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আলোচনা সভা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা বুধবার রাতে ওয়ার্ডের তেররতন এলাকায় অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাদশা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমূল আলম রুমেন, মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও মহানগর যুবলীগের সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকির, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নুর মোহাম্মদ বাবু।

এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনাম আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখর আহমদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কুনু মিয়া, মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ নাহিদ রহমান সাব্বির, তারেক আহমদ, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিনার আহমদ দিলু, ১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সেবুল আহমদ সাগর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুমেল, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, ১৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আনসার আহমদ, জসিম উদ্দিন লায়েক, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সুন্দর আলী, আক্তার হোসেন, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আব্দুলাহ আল মামুন, শাহীন আহমদ, জুয়েল আহমদ, হাবিব আহমদ, আলী হোসেন, দুলাল মিয়া, হিরন আহমদ, আমীর হোসেন, সাফাত আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা সারওয়ার মাহমুদ, সৈয়দ তকিরুর রহমান সানি, সাবুল আহমদ, রিয়াদ আহমদ, আব্দুর রহমান হোসেন প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *