সিলেটে শাহজালাল (র.)-এর মাজারে ভুয়া মহিলা পুলিশ আটক

সিলেট হযরত শাহজালাল (র) এর মাজার থেকে ছদ্মবেশী জুলি আক্তার প্রকাশ ইভা উরফে শ্যামলী আক্তার রুবা নামে এক ভূয়া মহিলা পুলিশকে আটক করেছে সিলেট কোতায়ালী থানা পুলিশ। বুধবার (৭ মার্চ) বেলা ১টার দিকে তাকে আটক করা হয়। আটক রুবার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুরে। তার পোশাকের নেম প্লেটে পাপিয়া আক্তার নাম লেখা রয়েছে।

এ ব্যাপারে শাহজালাল মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিশ্বজিৎ ও এসআই শফিক আহমদ জানান, মাজার এলাকায় হঠাৎ করে পুলিশের পোশাকধারী এক মহিলা ঘুরাফেরা করছিল। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে তার সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় তার পরিচয় জানতে চাইলে সে নানান ধরনের চ্যালেঞ্জ করে। পরে এক পর্যায়ে তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়।

বিশ্বজিৎ আরো বলেন, সম্ভবত সে অসৎ কোনো উদ্দেশ্যে শাহজালাল মাজার এলাকায় ঘোরাফেরা করছিল। তাহাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে বলেও জানান তিনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *