নিউজ ডেক্স:: সাভারে আগুনে পুড়ে একটি সুতা প্রস্তুতকারক কারখানার প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা মালিক। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত পাঁচ শ্রমিক। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে কারখানার আশেপাশের প্রায় কয়েক’শ বাড়ি ঘর।
বুধবার সকালে পৌরসভার গেন্ডা রাজাবাড়ি এলাকার লাইফ লাইন এক্সেসরিজ নামে একটি কারখানায় দুর্ঘটনা ঘটে।
সাভার ফায়ার সার্ভিসের উর্ধ্বতন স্টেশন কর্মকর্তা লিটন আহমেদ জানান, বুধবার সকাল থেকে লাইফ লাইন এক্সেসরিজ নামের সুতার ফিতা তৈরির কারখানায় কাজ করছিলেন ১৩ শ্রমিক। এসময় হঠাৎ কারখানায় আগুন ধরে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে কারখানার সমস্ত মালামাল ও মেশিন পুড়ে ছাই হয়। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচ শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কারখানা মালিক সাইফুল ইসলাম জানান, আগুনে প্রস্তুতকৃত সুতা ও সুতা তৈরির কাঁচামাল ভষ্মীভূত হয়েছে। এতে ৬০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে।