মেয়র আরিফের সঙ্গে ব্রার্ডফোর্ড সিটি মেয়রের সাক্ষাত

ব্রার্ডফোর্ড সিটি ইউকে’র মেয়র আবিদ হুসাইন মঙ্গলবার সকালে সিলেট সিটি করপোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন।

সাক্ষাতকালে মেয়র আবিদ হুসাইন শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নত দেশের সাথে তাল মিলিয়ে চলছে। সিলেট সফরে আসায় মেয়র আরিফুল হক চৌধুরী ব্রার্ডফোর্ড সিটি মেয়রকে ধন্যবাদ জানান। এর আগে মেয়র ও কাউন্সিলরবৃন্দ ফুল দিয়ে মেয়র আবিদ হুসাইনকে স্বাগত জানান।

এসময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর রাজিক মিয়া, আবজাদ হোসেন, হিসাব রক্ষক কর্মকর্তা আ.ন.ম মনছুফ, মনোজ কান্তি, গ্রেড প্রমূখ।

প্রসঙ্গত- ব্রার্ডফোর্ড সিটি মেয়র গত সোমবার বাংলাদেশ সফরে এসে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে মঙ্গলবার ভোরে সিলেটে এসে পৌঁছেন। সিলেটে এসে তিনি হয়রত শাহজালাল (রহ.) ও হয়রত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।#

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *