খুনী সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন অন্যথায় পরিস্থিতি ভয়াবহ হবে বাংলাদেশ জমিয়তুল উলামা

মাদ্রাসা ছাত্র শহীদ মুজাম্মিল হত্যাকারী সহ সকল খুনী সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে গতকাল ৬ মার্চ বাদ আছর সিলেট বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আলামা ফরীদ উদ্দিন মাসউদ নেতৃত্বাধীন বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা শাখার এক বিক্ষোভ মিছিল বের করা হয়।

সংগঠনের জেলা সদস্য সচিব শায়খুল হাদীস তাহুরুল হক জকিগঞ্জীর নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল পরবর্তী কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত পথ সভায় জেলার যুগ্ম আহবায়ক প্রিন্সিপাল মাও: আব্দুস সালামের সভাপতিত্বে ও সংগঠনের মহানগর শাখার সদস্য সচিব মাও: আরিফ রব্বানীর পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা যুগ্ম সচিব মাও: বদরুল হাসান বায়গড়ী, মাও: আমজদ হুসেইন কাসেমী, দক্ষিণ সুরমা উপজেলা আহবায়ক মাও: এ্যাডভোকেট সালেহ আহমদ জাকির, কানাইঘাট উপজেলা আহবায়ক মাও: দেলোয়ার হুসেন, সদর উপজেলা আহবায়ক মাও: আব্দুন নুর, মাও: দেলোয়ার হুসেন, বিশ্বনাথ উপজেলা আহবায়ক মাও: শায়খ মুছলেহ উদ্দিন রাজু, মাও: কামরান আহমদ সিহাব, মহানগর শাখার মাও: মুজ্জাকির আহমদ, মাও: শাহজাহান আহমদ, মাও: শাহ নিছার আহমদ, মাও: আব্দুল করিম, মাও: শাহিদ আহমদ, মাও: হেমায়েত উল­াহ মাও: আব্দুল মতিন, মাও: মাহবুুব আলম প্রমুখ।

সভায় উপশহর জামিআ লুগাতুল আরাবিয়ার আল দাওয়াত ছাত্র সংসদের পক্ষে বক্তব্য রাখেন, শাহ উসমান আলী, শুয়াইব খান, রাসেল আহমদ, আরিফ রহমান, নাইমুল ইসলাম ইমন, হাফিজ ইমন আহমদ, নাসির উদ্দিন, ইয়াছিন আহমদ, আহসান হাবীব, সুফিয়ান আহমদ শিপন, এনামুল হাসান প্রমুখ।

সভায় বক্তরা বলেন, খুনী ভন্ডপীরের অনুসারীরা দাওয়াত করে নিয়ে পরিকল্পিত ভাবে নিরীহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদের হত্যা ও নির্যাতন করেছে। তাই এদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি হরিপুর মাদ্রাসার মুহতামিম সাহেব সহ সকল আলেম উলামা ও নিরীহ মাদ্রাসা ছাত্রদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা খারিজ করতে হবে। অন্যথায় পরিস্থিতি ভয়াবহ হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *