সম্মিলিত সাংস্কৃতিক জোট’র প্রতিবাদ সমাবেশ

সাম্প্রতিক সময়ের জঙ্গী তৎপরতা, ড: মুহম্মদ জাফর ইকবালের উপর হামলা ও প্রাণ নাশের চেষ্টার প্রতিবাদে গতকাল সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট এর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয় । সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, ড: জাফর ইকবালের উপর হামলা মুক্ত বুদ্ধি চর্চার উপর আঘাত, এ ঘটনা রীতিমত উদ্বেগজনক।

এ হামলাকে সহজ ভাবে দেখার কোন সুযোগ নেই। বিগত দিনে মুক্তবুদ্ধির মানুষের উপর জঙ্গী গোষ্ঠি যে ভাবে হামলে পড়েছিলো, এ ঘটনা সে ধারাবাহিকতারই অংশ। জোট সভাপতি জয়নাল আবেদীন জুয়েলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জামাল আহম্মদের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদী সমাবেশে বক্তারা আরও বলেন, এ হামলার মধ্য দিয়ে প্রমানীত হলো জঙ্গী গোষ্ঠি এখনও সক্রিয়।

অবিলম্বে এর পেছনের নেপথ্য শক্তিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এদের কালো হাত ভেঙ্গে দিতে হবে । প্রতিবাদী কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের তথ্য গবেষনা সম্পাদক তপন মিত্র, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, অজিত রায় ভজন, মুহিব আলী, বাউল বিরহী কালা মিয়া, বেলাল আহমদ, সুকোমল সেন, বিরহী লাল মিয়া, সিরাজ আনোয়ার, শ্যামল কান্তি সোম আমিরুল ইসলাম চৌধুরী, ফকির মাহবুব মোর্শেদ, সুনির্মল সেন, ডি কে জয়ন্ত, এম এইচ নিজাম, এম এম শরীফুল আলম তুহিন, বাবুল বৈদ্য, সৈয়দ মুত্তাকিম আলী, অজয় বৈদ্য অন্তর প্রমুখ ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *